আরিফুল ইসলাম সুমন,
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ইয়ং ষ্টার ক্লাব।
সোমবার বিকালে এ ক্লাবের উদ্যোগে সদরের উচালিয়াপাড়া মোড়ে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা। বিশেষ অতিথি, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিক, উচালিয়াপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জহিরুল ইসলাম, সরাইল উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন।
এতে সভাপতিত্ব করেন ইয়ং ষ্টার ক্লাবের সভাপতি মোঃ কামাল উদ্দিন সজল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সানাউল্লাহ গিয়াস উদ্দিন সেলু।
এ বিষয়ে ইয়ং ষ্টার ক্লাবের সভাপতি মোঃ কামাল উদ্দিন সজল সাংবাদিকদের জানান, ক্লাবের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত দুস্থ মানুষদের মাঝে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।