ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি:
নেতৃত্বদানে তরুন ও যুবসমাজের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন লালমনিরহাটের প্রয়াত আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ শামসুল ইসলাম সুরুজের জৈষ্ঠপুত্র ইমরুল কায়েস ফারুক। তিনি সকলের পরিচিত মুখ। বিশেষ করে আদিতমারী উপজেলারতরুণদের অহংকার, গরীব দুঃখী মেহনতি মানুষের পরিচিত মুখ। সব সময় মানুষের সেবায় নিবদিত প্রাণ হিসেবেও পরিচিত। তিনি দ্বিতীয় বারের মতো লড়তে চান আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি তার নিজেরমত করে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তিনি আওয়ামীলীগেরমনোনয়ন প্রত্যাশী। তিনি পাড়া মহল্লা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তার প্রার্থীতা জানান দিতে উপজেলার সর্বত্রই দোয়া প্রার্থী হিসেবে তার পোস্টার ছেয়ে গেছে।জানা গেছে ইমরুল কায়েস ফারুক একজন উচ্চ শিক্ষিত তরুণ। তিনি অর্থনীতি বিষয়ে অনার্স ও মাষ্টার্স শেষ করেছেন। ইমরুল কায়েস ফারুক
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, কমলাবাড়ী ইউনিয়নের আমৃত্য চেয়ারম্যান ও আদিতমারী সরকারী কলেজসহ একাধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রয়াত শামসুল ইসলাম সুরুজের জৈষ্ঠ পুত্র। বাবার মৃত্যুর পর তার রাজনীতিতে আসা। ২০০৩ সালের ২২ ডিসেম্বর আদিতমারী উপজেলার নিজ বাড়ী থেকে প্রায় ২ শ দূরে চন্ডিমারী বাজারে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন শামসুল ইসলাম সুরুজ। জন্মগতভাবে ইমরুল কায়েস ফারুক আওয়ামী রাজনীতি পরিবারের সন্তান। তার চাচা শওকত আলী
কমলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি।
জানাগেছে,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইমরুল কায়েসফারক। তিনি প্রতিটি ওয়ার্ডে সভা সমাবেশ,উঠান বৈঠক করে নির্বাচনী পরিবেশ নৌকার পক্ষে আনতে সহায়ক ভুমিকা পালন করেন।
জাতীয় নির্বাচনের প্রার্থিতা থেকে শুরু করে প্রচারণা পর্যন্ত যেমন আদিতমারী উপজেলা পরিষদ
নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ইমরুল কায়েস ফারুক সরকারের জয়গান গেয়েছেন, তেমনি ভাবে উপজেলা পরিষদ নির্বাচনে এই ধারা অব্যাহত থাকবে। সেই ধারাবাহিকতায় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণাকরেছে, তারুণ্যদীপ্ত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শহীদপুত্র ইমরুল ফারুক ফারুক।
মহিষখোচা ইউনিয়ন যুবলীগ নেতা রেজা জানান,আসন্ন উপজেলা নির্বাচনে বিপুল ভোট ইমরুল কায়েস ফারুক জয়লাভ করবেন। তিনি তৃণমুলের নেতাদের মতামতের ভিত্তিতেআওয়ামীলীগের মনোনয়ন দেয়ার দাবী জানান। আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী জানান,আমি শতভাগ আশাবাদী ইমরুল কায়েস ফারুকে আওয়ামীলীগ মনোনয়ন দিবেন। তিনি
আরও জানান,এবার উপজেলা নির্বাচনে ফারুকের জোয়ারে ভেসে যাবেন সকল প্রার্থী।
ইমরুল কায়েস ফারুক জানান,আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেলে জয় লাভের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। তিনি আরও জানান, বিগত উপজেলা পরিষদের নির্বাচনে নবাগত প্রার্থী হিসেবে মোটর সাইকেল প্রতীকে প্রায় তেত্রিশ হাজার ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন। আর এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে বিজয়ী হবেন এমনটি আশা তার। তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।