মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিদিধি;
টাঙ্গাইলের ভূঞাপুরে আজ ৩১ জানুয়ারি বৃহস্পতিবার ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ রাশিদুল ইসলাম ভূঞাপুর থানা এলাকায় বিশেষ অভিযান ও গ্রেফতারী পরোয়ানা তামিল মাদক দ্রব্য উদ্ধার অভিযান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনাকালে ভূঞাপুর থানায় কর্তব্যরত অফিসার ও ফোর্সের সহায়তায় ১ জন মাদক ব্যবসায়ী এবং ৮ জন জুয়াড়ী গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন ভারই গ্রামের আইয়ুব আলীর ছেলে শহর আলী(৪৫),ঘাটাইল উপজেলার পাঁচটিকরি গ্রামের আবু সাঈদ পিতা মোঃ নূর হোসেন, রিপন(৪০),পিতা মৃত মোজাফ্ফর আলী গ্রাম সিংগুুুরিয়া উপজেলা ঘাটাইল,হাফিজুর রহমান পিতা- আঃ ছামাদ, গ্রাম কাগমারিপাড়া,হানিফ পিতা মৃত গনি মিয়া ভারই,হুমায়ুন পিতা আঃ বাছেদ গ্রাম নিকলা দড়িপাড়া,মাসুদ পিতা সামান ব্যাপারী গ্রাম ছাব্বিশা,দেলোয়ার, পিতা সিকান্দর আলী গ্রাম পূর্ব ভূঞাপুর, সর্ব উপজেলা ভূঞাপুর।অভিযানে মাদক ব্যবসায়ী ভূঞাপুর উপজেলার ঘাটান্দি গ্রামের মৃত সাহেব আলী ছেলে মোঃ বকুল (৪২) দশ (১০) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার হয়েছে।আসামীদের সাজা প্রদান করে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।