আরিফুল ইসলাম সুমন, নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেছেন এইবার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের রক্ষা নাই। যেকোনো মূল্যে পুলিশ সরাইলকে মাদকমুক্ত করবে। তালিকা নিয়ে চিরুনি অভিযান চালিয়ে মাদকের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। যে যতো বড় ক্ষমতাধর হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। সোমবার রাত আট’টার দিকে থানা কমপ্লেক্সে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে ওসি মফিজ উদ্দিন এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, মাদকের সাথে আমার কোন পুলিশ সদস্যও যদি জড়িত থাকে, তাহলে সাথে সাথে তাকে গ্রেফতার করে হাজতে ঢুকানো হবে। এছাড়াও মাদকের সাথে জড়িতদের ব্যাপারে কেউ তদবির করলে, তাদের নাম ও ঠিকানা কালো তালিকা ভূক্ত আকারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে। এই ধরণের কঠোর নির্দেশনা উপর মহল থেকে এসেছে বলে পুলিশের এই ওসি জানিয়েছেন।