মোঃ তাজুল ইসলাম মিয়াজী:ওমান প্রতিনিধি
ওমান সালালাহ্ বিভিন্ন স্থান থেকে গত ৭ দিনে ৩৫ জন্য বাংলাদেশীকে আটক করেছে ওমান সরকারী সংঘস্থা লেবার কোট,
জানা যায় অবৈধ ভাবে গাড়ী সাফাই করতে গেলে তাদের আটক করে, তাদের মধ্যে ২৫ জনের ভিসা আকাম নেই, বাকি কারো কারো ৩-৪ মাস, আবার কারো ৮ থেকে ১ বছরের ভিসা আকামা
রয়েছে, ওমান লেবার কোটের থেকে জানা যায়, ওমানে আবাসিক এলাকায় গাড়ী পার্কিংনে গাড়ী সাফাই ওমানে আইনত ভাবে অপরাধ, তাই তাদের আটক করা হয়, এবং তাদের সবাই কে দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান ওমান লেবার কোট,আটক কৃতরা হলেন, কুমিল্লা ৭ জন, বরিশালে ১৩ জন, সিলেট ৯ জন ও ফেনী নোয়াখালী ৬ জন।