
মোঃ তাজুল ইসলাম মিয়াজী, আন্তর্জাতিক ডেস্ক
আবারো কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশী খুন!জোহানেসবার্গ সংলগ্ন জার্মিসষ্টন নামক স্থানে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে আব্দুর রহমান নামের এক বাংলাদেশী নিহত হয়েছেন।
গত কাল রাত আনুমানিক ৯ টার দিকে তাকে গুলি করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং রাত ১১ টার দিকে তিনি মারা যান।
আব্দুর রহমানের দেশের বাড়ি পটুয়াখালী জেলায়, তার বাবার নাম আতাহার হাওলাদার বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকান বন্ধের আগে একদল অস্ত্রধারী সন্ত্রাসী দোকানে প্রবেশ করে। এসময় তারা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। অধিক টাকা দাবী করে না পেয়ে সন্ত্রাসীরা আব্দুর রহমানকে গুলি করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।