
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
টাঙ্গাইলের ভূঞাপুরে উৎসব মূখর পরিবেশে চলছে উপজেলা পরিষদের নির্বাচনের প্রচার-প্রচারনা।নির্বাচনকে কেন্দ্র করে পার্থীরা প্রচার-প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন।পার্থীরা ধম ফেলার ও সময় পাচ্ছে না।ভূঞাপুর উপজেলায় নৌকা মনোনীত প্রার্থীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বিদ্রোহী প্রার্থী। এ উপজেলায় নৌকার টিকিট পেয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান
আব্দুল হালিম এডভোকেট, অপরদিকে নৌকার বিদ্রোহী প্রার্থী হয়ে মাঠে নেমেছেন উপজেলা আওয়ামেলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ।আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ মনোনয়ন যুদ্ধে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত এসে তিনি মনোনয়ন বঞ্চিত হন। এরপরই তিনি স্বতন্ত্রপ্রার্থী হয়ে মাঠে থাকার ঘোষণা দেন।আমিরুল ইসলাম তালুকদার
বিদ্যুৎ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা পড়েছে বেকায়দায়।ক্লিন ইমেজ হিসেবে ভূঞাপুরে পরিচিত রাজনৈতিক নেতা বিদ্যুৎ।ক্লিন ইমেজই তার পুঁজি।তিনি মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করছেন।আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ বলেন, দলের ৯০ ভাগ নেতাকর্মীরা আমার সঙ্গে আছেন। মূলত নেতাকর্মী ও সাধারণ জনগণের
জন্যই আমি প্রার্থী হয়েছি। কেন্দ্র যেহেতু সবার জন্য নির্বাচন উন্মুক্ত করেছে। সে কারণেই আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তিনিই এ নির্বাচনে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।এদিকে আওয়ামীলীগ মোনোনীত আব্দুল হালিম এডভোকেট বলেন, আমি বর্তমান উপজেলা চেয়ারম্যান হিসেবে দক্ষতার সহিত দ্বায়ীত্ব্য পালন করেছি।এ জন্য দল আমাকে মনোনয়ন
দিয়েছে। উপজেলার সকল আওয়ামী লীগ নেতা আমার সাথে আছেন। ইনশাআল্লাহ আমিই এ নির্বাচনে বিজয়ী হবো।এ দুই নেতা ছাড়াও ভালো অবস্থানে আছেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে সাবেক এম পি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শামছুল হক তালুকদার।তিনি পরিছন্ন রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত।বয়স্ক ভোটারদের ছানুর প্রতি ভালোবাসা অনেক
বেশি।সে দিকদিয়ে তিনি রয়েছেন সুবিধা জনক অবস্থানে।আরো দুই পার্থী শ্রমিকলীগ নেতা আব্দুল লতিফ দোয়াত কলম ও সাবেক ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান কর্ণেল আনারস প্রতীকে নির্বাচন করছেন।নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী ছাড়াও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা চায়ের দোকান, রাস্তা-ঘাট, হাট-বাজারসহ বিভিন্ন পয়েন্টে সাঁটিয়েছেন পোস্টার-ফেস্টুন।
প্রার্থীরা গণসংযোগসহ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। এ উপজেলায় চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ।ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ সাহিনুল ইসলাম তরফদার বাদল টিউবয়েল,পৌর যুবলীগের আহবায়ক মোঃ মনিরুল ইসলাম বাবু তালা, আওয়ামীলীগ নেতা মোঃ জাকির হোসেন তরফদার চশমা, সাবেক পৌর কাউন্সিলর মোঃ রশিদুল
ইসলাম তালুকদার সেলিম উরোজাহাজ, মোঃ আতোয়ার রহমান বাবলু মাইক, কাজী রাশিদুল ইসলাম টিয়াপাখি প্রতীকে নির্বাচন করছেন।মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী কলসী প্রতীকে,আলিফ নুর মিমি প্রজাপ্রতি প্রতীকে ও মোছাঃ শামছুন্নাহার (শাহিনুর) পদ্ধোফুল প্রতীকে নির্বাচন করছেন