
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন সরকার নির্মাণ শ্রমিকসহ সকল শ্রেণি পেশার মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও গত ১০ বছরে নি¤œ আয়ের দেশে পরিণত করেছে সরকার। অচিরেই দেশ উন্নয়ন বিশ্বের মর্যাদায়
প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন সরকারের অনেক অর্জন সফলতার পাল্লাও ভারী। শিক্ষা, চিকিৎসা, অবকাঠামো, মাতৃ মৃত্যুহার, বেকারত্ব নিরসন কর্মসংস্থান তৈরি, নারীর ক্ষমতায়ন ও শ্রমজীবিদের ভাগ্যোন্নয়নে কাজ, জীবনমান উন্নয়নে মজুরী বৃদ্ধি করা অন্যতম। তিনি আরও বলেন, সভ্যতার এই যুগে নির্মাণ শ্রমিকের অবদান অপরিসীম। তাদের পরিশ্রমে
গড়া অট্টালিকায় অভিজাত শ্রেণীর বাস। তাদের তৈরি ফ্লাইওভার, পদ্মা সেতু, ওভারপাস দেশের মানুষের জীবনধারা পাল্টে দিয়েছে তবুও তাদের জীবনে এখনও পরিবর্তনের ছোঁয়া লাগেনি। তিনি নির্মাণ শ্রমিকের কষ্ঠ দূর করতে কাজ নাই তো বেতন নাই নীতি বাতিলে শ্রম মন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে নির্মাণ শ্রমিকের যে কোন ন্যায় সঙ্গত
দাবী আদায়ে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি আজ ৩১মার্চ চট্টগ্রাম জেলা ইমরাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ শহিদুর রহমানের সভাপতিত্বে জেএমসেন হল চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তর চট্টগ্রামের উপ-মহাপরিদর্শক আলহাজ্ব আব্দুল হাই খান। প্রধান বক্তা ছিলেন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি দিদারুল আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা শাহাদাত হোসেন, ইসকান্দর মির্জা, মোঃ হানিফ, মোঃ বাদশা, মোঃ ইউসুফ, এনামুল হক এনাম, মোঃ শাহজাহান, মোঃ আক্কাস, মোঃ সবুজ প্রমুখ।