ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের বুকারভাংঙ্গা থেকে মানিকগঞ্জ বাজারের সড়কের বেহাল অবস্থা। চলাচলে দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীর।মেরামতের অভাবে প্রায় রাস্তার বিভিন্ন স্থানে খানা খন্দের কারণে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই প্রচন্ড জলাবদ্ধতা সৃষ্টি হয় সড়কটিতে। এরই
মধ্যে ভেঙে ছোটখাট কুয়ায় পরিণত হয়েছে সড়কটির বেশ কয়েকটি অংশ। ফলে এর বেশ কিছু অংশই এখন চলাচলের উপযোগী নয়। সড়কটি এখন যেন মরণফাঁদ। রাস্তার অনেক জায়গায় ইট উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহনগুলোকে চলতে হচ্ছে জীবনের ঝুকি নিয়ে।
এরাস্তা দিয়ে প্রতিদিন প্রায় হাজার হাজার রিকশা, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান, সাইকেল, বিভিন্ন কোম্পানীর মালবাহী গাড়িসহ যানবাহন চলাচল করে। রাস্তা ভাঙ্গার কারণে প্রায় প্রতিদিনই লোকজন বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিকল্প সড়ক না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ
উপজেলায় চলাচল করছেন। এলাকার যুবক ও বুকারভাংঙ্গা সিএনজির শ্রমিকদের পক্ষ থেকে মাঝে মধ্যে ইট-বালু-পাথর ও মাঠি দিয়ে মেরামত করা হলেও কিছুদিন পর আবার পূর্বের অবস্থার সৃষ্টি হয়। অতিদ্রুত রাস্তাটি পুর্ননিমাণ বা সংস্কার করার দাবি এলাকাবাসীর।
সরেজমিনে দেখা গেছে, বুকারভাংঙ্গা থেকে
মানিকগঞ্জ বাজার পর্যন্ত রাস্তায় বেশ কয়েকটি বড়বড় গর্ত হয়ে পুকুরে রূপ নিয়েছে। বৃষ্টি হলেই গর্তসহ পুরো সড়কটির তলিয়ে যায়। পানি জমে থাকলে অনেকেই গর্তের গভীরতা বুঝে উঠতে পারেন না। ফলে নিত্যদিন এসব গর্তে পড়ে
দুর্ঘটনার শিকার হচ্ছে সড়কে চলাচলরত হাজার হাজার যাত্রী সাধারণ। যানবাহন চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।সড়কের বিভিন্ন স্হানে খানাখন্দকের কারণে যানবাহন চলছে ঝিমিয়ে। রাস্তাটির বিভিন্ন অংশের ইটগুলো উঠে গিয়ে ছোট-বড় নানা গর্ত তৈরি হওয়ায় চলাচল করতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীসহ এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হয়।
রাস্তায় একটু বৃষ্টি হলেই ভুইগাঁও গ্রামের বিতরে হাটু পরিমান পানি জমে। প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে এরাস্তা দিয়ে এবং প্রতিদিন গাড়ি নষ্ট হয়, যাত্রী আহত হয়। এ সড়কের গর্তগুলোতে প্রতিদিনই দুর্ঘটনা ঘটে।মাঝে মধ্যে মেরামত করা হলেও পরে আবার নষ্ট হয়ে যায়। রাস্তাটির বেহাল অবস্থার কারনে আশে পাশের ব্যবসায় বাণিজ্য অচলাবস্থা।
এরাস্তাদিয়ে যাতায়াতকারি স্থানীয়রা বলেন, প্রতিদিন স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীদের যাতায়াত নিরাপত্তা চরমভাবে উপেক্ষিত। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে দেওয়া নেওয়ার মধ্যে যে কোন সময় বিপদ হতে পারে এই আশংকায় মন অস্হির থাকে বাবা-মায়ের।
তারা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, অনেক বছর, মনে হয় অনেক কাল ধরে সমস্যায়, ভোগান্তিতে নাগরিক জীবন দূর্বিসহ। স্বাধীনতা গণতন্ত্র একান্তই কিছু শ্রেণীর মুখের কথা। সাধারণ মানুষ তার দাবী, সমস্যা, অধিকারের কথা বলতে গেলেই রাজনৈতিক দলের কাছে পক্ষ পাতে পড়তে হয়। মনে হয় আমাদের সমাজ নেতৃত্বশূন্য, কেউ নেই শোনার দেখার।
তবুও ফেস্টুন, ব্যানার, পোষ্টারে শোভা পায় বর্তমান ও ভবিষ্যতের নেতাদের ছবি। এসব দেখে মনে হয় সমস্যার জঞ্জালের আর্বতের সাথে নেতানামক জঞ্জালদের সমাজ থেকে চির উৎপাটন করা উচিৎ।এলাকাবাসীর দাবী, সরকার যেন দ্রুত রাস্তাটি সংস্কারের ব্যবস্হা গ্রহণ করে সাধারণ জনগণকে দুর্ঘটনা থেকে রক্ষা করে রাস্তাটি মানুষের চলাচলের উপযোগী করে দেয়।