হালিশহর এলাকায় ব্যাপক যানজট, জলবদ্ধতা, মাদক সমস্যাসহ নানাবিধ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন পূর্বক যথাযথ ভূমিকা ও কার্যকর পদক্ষেপের নিমিত্তে গতকাল স্থানীয় হালিশহর আলহাজ্ব মহব্বতআলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় মিলানায়তনে হারুন উর রশিদের সভাপতিত্বে “হালিশহর নাগরিক ফোরাম” গঠনকল্পে
প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক প্যানেল মেয়র লায়ন আলহাজ্ব মোঃ হোসেন, মুছা আল নূরী, জালাল আহমেদ, জানে আলম, সৈয়দ মাহবুব আলম, জহুরুল হক চৌধুরী, দেলোয়ার হোসেন মাওলা, এস.এম দিদারুল আলম, এম.এ মান্নান, আবেদ মনসুর চৌধুরী, শামসুল আলম চৌধুরী, মুছা মিয়া, সোলতান আহমেদ,
জাহাঙ্গীর আলম, রেজাউল করিম কায়সার, আখতার উদ্দিন চৌধুরী, আজগার হাসান চৌধুরী, ইঞ্জিনিয়ার ইউসুফ সালেহ, এনামুল হক, আশফাকুল আলম আশফাক, মহসিন আলী চৌধুরী, এস. এম আনোয়ার, জাহাঙ্গীর আলম, এ.কে আব্বাস, এডভোকেট মোঃ শাহীন, এস এম বখতেয়ার, এস. এম হারুন, এস.এম মহিউদ্দিন, এম.কে মাসুম, কামাল
উদ্দিন, সালাউদ্দিন আহমেদ, সোহেল চৌধুরী, ইয়াসিন আরাফাত, দীন মোহাম্মদ কাশফি প্রমুখ। সভায় বিপুল সংখ্যক সচেতন জনসাধারণের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে হারুন উর রশিদকে আহ্বায়ক ও মুছা আল নুরীকে সদস্য সচিব করে ফোরামের ১০১ সদস্য আহ্বায়ক কমিটি গঠিত