
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সমাজের সুবিধাবি ত শিশুদের নিয়ে স্বপ্নের শৈশব-৮ এর আয়োজন সম্পন্ন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), চট্টগ্রাম জেলা। নগরীর পোস্তারপাড় আসমা খাতুন সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ আয়োজনে শিশুদের জন্য ছিল ১১টি সেক্টরে ভাগ করা দল, চামুচ মারবেল দৌড়, চাকতি নিক্ষেপ, দৌড়
প্রতিযোগিতা, বুক ব্যালান্সিং, চকলেট দৌড়, ট্রেজারা হান্টসহ নানানধরনের খেলাধুলা এবং দুপুরের পর ভলান্টিয়ার ও শিশুদের যৌথ অংশগ্রহণে ছিল জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। ১০০ এর বেশি সুবিধাবি ত শিশুদের সাথে এ আয়োজনে অংশগ্রহণ করে ১২০ এর অধিক ভলান্টিয়ার। যারা সমাজের এসব সুবিধাবি ত শিশুদের নিয়ে একটি দিন আনন্দঘন উচ্ছ্বাসে পালন করে
শিশুদের হৈ হুল্লোড়ে মাতিয়ে রেখেছেন। এবারের স্বপ্নের শৈশব আয়োজনে উপস্থিত ছিলেন জাগো ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার ফয়সাল সিদ্দিকি, সিনিয়র কমিউনিকেশন কো-অর্ডিনেটর সৌরভ সাহা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চট্টগ্রাম বিভাগের সভাপতি সোমেন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক রিফাত সামির, কোষাধ্যক্ষ নোমান আবদুল্লাহ, কসমস
গ্রুপের চেয়ারম্যান ও টি.কে. গ্রুপের লিগ্যাল এডভাইজার আজম শাহ, চট্টগ্রাম জেলার কারা পরিদর্শক (বেসরকারী) আজিজুর রহমান আজিজ, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান ফেরদৌস, ব্যাংকার তাহের উদ্দিন, প্রাক্তন ডিভিশন সহ-সভাপতি রিফাত ইয়াসিন, রাশেদ হোসেন, মুস্তাসির অমি সহ প্রমুখ। ভিবিডি চট্টগ্রাম জেলা বোর্ডের সভাপতি মোঃ জিয়াউল হক সোহেলের
সভাপতিত্বে প্রোগ্রাম পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাউসার হোসেন,আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি কামরুজ্জামান জিয়াদ, কোষাধ্যক্ষ রেবেকা খানম, মানব সম্পদ কর্মকর্তা সৌরভ বড়ুয়া, জনসংযোগ কর্মকর্তা সুকান্ত মিত্র, প্রকল্প কর্মকর্তা গোলাম ইসহাক খান।