“সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার” প্রতিপাদ্যে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সেহের অটিজম সেন্টারের উদ্যোগে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি উপলক্ষে আগামী ১ এপ্রিল ২০১৯ইং বিকাল ৪ টায় চট্টগ্রামের প্রবর্তক মোড় সংলগ্ন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে সেন্টার প্রাঙ্গণে সন্ধ্যায় নীল
বাতি প্রজ্জ্বলনের মাধ্যমে সমাপ্তি ঘটবে। অনুষ্ঠানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীন আক্তার, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোঃ নুরুল আলম নিজামী, কথা সাহিত্যিক অধ্যাপক ড. মোহিত উল আলম, মেরিন ফিশারিজ ইনস্টিটিউটের প্রিন্সিপাল
ক্যাপ্টেন ফয়সাল আজিমসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরাও উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানদ্বয়ে যথাসময়ে উপস্থিত থেকে অটিজমবান্ধব সমাজ প্রতিষ্ঠায় সকলের প্রতি সেহের অটিজম সেন্টারের নির্বাহী পরিচালক তাবাসসুম জেরিন উদাত্ত্ব আহ্বান জানিয়েছেন।