শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় জম্মু কাশ্মীরের পুঞ্চ সীমান্তে পাকিস্তানি সেনারা অস্ত্রচুক্তি লঙ্ঘন করে গুলি চালায় বলে দাবি ভারতের। জবাবে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে পাল্টা গুলিবর্ষণ করেছে বলেও জানায় তারা। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাক-ভারত উত্তেজনার বিষয়ে সর্বশেষ তথ্য শিগগিরই আইনপ্রণেতাদের অবহিত করা হবে বলে জানিয়েছেন পাকিস্তানের
সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া।গত মাসে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় চল্লিশ জনের বেশি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সি.আর.পি.এফ সদস্য নিহত হওয়ার পর থেকে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। জঙ্গিবিরোধী অভিযানের মধ্যেই শনিবার এক দুর্বৃত্তের ছোঁড়া গ্রেনেডে আহত হন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ
ফোর্সের আরো এক সদস্য। ওই হামলার পর থেকে অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জঙ্গি নির্মূলে পুলওয়ামা ও বারমুল্লা এলাকায় চালানো হয় চিরুনি অভিযান।এদিকে, জম্মু কাশ্মীরের অস্থায়ী বাসিন্দাদের সেখানে জমি ক্রয় করতে না পারার বিধান রেখে করা সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করলে ভারতের সঙ্গে কাশ্মীরের সম্পর্কের ইতি হবে
বলে মন্তব্য করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পক্ষে সাফাই গাইলে তার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন মেহবুবা মুফতি।কাশ্মীরের জঙ্গিবিরোধী অভিযানের মধ্যেই ভারত পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় দু’দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে করে
ভারত। তাদের দাবি, গত চব্বিশ ঘণ্টায় জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার মানকোট সীমান্তে পাকিস্তানি সেনারা দুই বার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি ও মর্টার হামলা চালিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা দফতরকে উদ্ধৃত করে দেশটির গণমাধ্যম এ.এন.আই. জানায়, গোলাবর্ষণের জবাবে পাকিস্তানী সেনাদের লক্ষ্য করে ভারতীয় সেনারাও পালটা গুলি চালায়। গোলাবর্ষণের ঘটনায়
হতাহতের বিষয়ে দুই দেশের পক্ষ থেকে কিছু জানানো না হলেও সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্টের উদ্ধৃতি দিয়ে বেশ কয়েকজনের হতাহতের কথা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়
ও জিম্মি অবস্থার বিষয়ে শিগগিরই পার্লামেন্ট সদস্যদের অবহিত করার কথা জানিয়েছেন পাকিস্তানের সেনা প্রধান। আগামী ৪ এপ্রিল সেনা দফতরে কাশ্মীরের সব শেষ অবস্থা নিয়ে বিষয়ে ব্রিফ করবেন তিনি। এতে জাতীয় সংসদের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের পাশাপাশি প্রতিরক্ষা বিষয়ক সিনেটও অংশ নেবে বলে জানানো হয়।