
জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শার চটকাপোতা সানরাইজ ইটের ভাটার সামনে থেকে আজ বুধবার সকালে অস্ত্র ও গুলিসহ লিটন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানার পুলিশ। আটক লিটন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মৃত আনছার আলী মোড়লের ছেলে।পলিশ জানায়, গোপন সংবাদে জানতে পারি অস্ত্র বিক্রেতারা শার্শার একটি ইট ভাটায় অস্ত্র কেনা বেঁচা করছে এধরনের সংবাদের
ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে একটি ওয়ান সুটারগান ও এক রাউন্ড গুলি সহ লিটন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতকে অস্ত্র আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। তারিখ-০৩.০৪.১৯