
মো বছির আহমেদ মির্জাপুর টাংগাইল
টাঙ্গাইলের মির্জাপুরে এই সর্বপ্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান “ডি.এ তায়েব চলচ্চিত্র উৎসব ২০১৯”। বৃহস্পতিবার (৪আগস্ট) ও শুক্রবার (৫ আগস্ট) মির্জাপুর সরকারি কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। শিল্পী ঐক্যজোট মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে বলে জানা
গেছে। সকাল ৯টা ৩০ ঘটিকার সময় থেকে এ অনুষ্ঠানটি সূচনা হবে। অনুষ্ঠানে ২টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ডি.এ তায়েব অভিনীত দুটি চলচ্চিত্র হচ্ছে, বদিউল আলম খোকন পরিচালিত চলচ্চিত্র “অন্ধকার জগৎ” ও জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত “সোনা বন্ধুরে” । উল্লেখ্য যে, ডি.এ তায়েব টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কাটরা গ্রামের মো. ডি.এ গণি’র ছেলে। এমন ব্যতিক্রমী
আয়োজনের জন্য আয়োজক কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন সুশীল সমাজের ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানটি সম্পর্কে জানতে চাইলে, শিল্পী ঐক্যজোট মির্জাপুর উপজেলা শাখার আহ্বায়ক (পরিচালক) কাশেম সিকদার ও যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ আহমেদ বলেন, একটি সুন্দর মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য মানুষকে বিনোদন দেয়ার লক্ষেই মূলত এ আয়োজন। অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করার জন্য তারা সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করেন।