বকেয়া বেতন পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়ন সহ ৯ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ৭২ ঘ্ণ্টার ধর্মঘট পালন করছেন দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য। পাটকল শ্রমিকদের আন্দোলনে দ্বিতীয় দিনের মতো
উত্তাল ছিল খুলনা। বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। ৯ দফা দাবিতে স্লোগান দেন তারা।রাজশাহীর কাটাখালী এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকরা। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে আধাঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।সিরাজগঞ্জেও কাজ বন্ধ রেখে মিলের
ভেতরেই সমাবেশ করেন পাটকল শ্রমিকরা। বকেয়া বেতন পরিশোধসহ ৯ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান তারা।এছাড়া নরসিংদী ও চট্টগ্রামেও কর্মবিরতি পালন করেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।