
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইটি মোটর সাইকেল ও বালুবাহী ৮টি ট্রাকের চালককে অর্থদন্ড প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (১১ এপ্রিল) নিকরাইল বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।এতে দুইটি মোটর সাইকেল চালককে ৪০০টাকা ও আটটি ট্রাকের
চালকের প্রত্যেককে ৫০০টাকা করে জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, উপজেলার নিকরাইল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ট্রাকের রেজিস্ট্রেশন, চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় অর্থদন্ড প্রদান করা হয়েছে। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।