
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে আজ দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে শ্রীলংকায় আত্মঘাতী সিরিজ বোমা হামলায় নিহত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এম.পি’র নাতি ও আরো ৩৬০ জনের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তাগণ বলেন, মানবতাবিরোধী ধর্মান্ধ জঙ্গিবাদের এই নাশকতা ও গণহত্যা বিশ্ব বিবেককে ক্ষত-বিক্ষত করেছে। প্রতিটি বিবেকবান মানুষের উচিত জঙ্গিবাদ নির্মূলে সর্বশক্তি নিয়োগ করা তা না হলে মানবসভ্যতা নিশ্চিহ্ন হয়ে যাবে। সভার শুরুতে নিহত জায়ান চৌধুরী ও অন্যান্যদের
স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক শফিউল আজম বাহারের সভাপতিত্বে সদস্য সচিব ডা: সজীব তালুকদারের স ালনায় অনুষ্ঠিত শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য বায়েজিদ নোমান, দস্তগীর আলম সুমন, জাবেদুল ইসলাম, জহির চৌধুরী বাবুল, ফেরদৌস রানা, আবু জাহেদ
মনির, রিপেশ বড়–য়া, আরিফ উদ্দিন, শহিদ উল্লাহ শহিদ, জয়দেব নান্টু প্রমুখ। পরে ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে মো: শহিদ উল্লাহকে আহ্বায়ক, জয়দেব দাশ নান্টু যুগ্ম আহ্বায়ক করে ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়।