নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম অ লে সকল প্রকার আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবি জানান, চট্টগ্রাম মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ান। তিনি এক বিবৃতিতে বলেন ২৫ হাজারের অধিক গ্রাহক এর নিকট হইতে ডিমান্ড নোটের মাধ্যমে প্রায় ৭২ কোটি টাকার উপরে আদায় করে সেই টাকা ব্যাংকে রেখে কেজিডিসিএল কর্তৃপক্ষ লভ্যাংশ গুনছেন, অথচ চট্টগ্রামের গ্রাহকগণ গ্যাসের অভাবে বাড়ী ভাড়া দিতে পারছেন না, ব্যাংক থেকে ঋণ নিয়ে বর্তমানে দেউলিয়া হইয়ে পড়েছেন। আমি জ্বালানী মন্ত্রনালয়ের নিকট জোর দাবি জানায়, অন্তত যে সকল গ্রাহকের নিকট হইতে
চাহিদা পত্রের টাকা গ্রহণ করিয়াছেন তাদেরকে সংযোগ প্রদান ও যে সকল গ্রাহকের বাড়ীতে বর্তমানে গ্যাস সংযোগ বিদ্যমান রহিয়াছে তাদের চুলা বর্ধিত করার জন্য, অন্যথায় ২০১০ সালে যখন আবাসিক গ্যাস সংযোগ বন্ধ করেছিলেন, আমরা তখন আবাসিক গ্যাস সংযোগের দাবিতে সাংবাদিক সম্মেলন, মানবন্ধন, গ্যাস অফিস গ্যারাও সহ রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করেছিলাম। বর্তমানেও তার ব্যাতিক্রম হবে না, চট্টগ্রাম অ লে বিভিন্ন সংঘঠন, গ্রাহক এবং ঠিকাদার ভাইদের সাথে নিয়ে গণআন্দোলনের মাধ্যমে আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবি বাস্তবায়ন করা হবে।