
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র, বীর মুক্তিযোদ্ধা মরহুম এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী প্রতিষ্ঠিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসে তাঁরই নামাঙ্কিত ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান মাসের ৮ম দিনে সর্বসাধারণের মধ্যে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রায় ২ হাজারেরও বেশি রোজাদার ইফতার গ্রহণ করেন। ইফতার পূর্ব মুনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মাহমুদ উল্লাহ ফারুকী।এর পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন ইফতার
মাহফিলে যোগদানকারী রোজাদারদের স্বাগত জানান এবং তার পিতার ইচ্ছানুযায়ী মানব সেবামূলক কর্মকান্ডে এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল কার্যক্রমে চট্টগ্রামবাসীর সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলী, শ্রমিক নেতা আবুল হোসেন আবু, হাবিবুর রহমান তারেক, নাছির উদ্দিন রুবেল, নাঈমুল করিম, আবদুল্লাহ আল মারুফ প্রমুখ।