চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে অন্ধকার থেকে আলোর পথে টেনে এনেছেন। ভৌগলিক ও রাজনৈতিক মুক্তির পর অর্থনৈতিক মুক্তি অর্জনের লড়াইয়ে তিনি আজ বিশ্বের মডেল। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রয়াত আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী’র চশমা হিলস্থ বাসভবনে অনুষ্ঠিত মহানগর মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় এ কথাগুলো বলেছেন। তিনি আরো বলেন, বাংলাদেশে প্রতিটি দিনই এক একটি সুসংবাদ বয়ে আনে। তাই বাংলাদেশ
আজ কারো করুণার পাত্র নয়। তিনি প্রধামন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সফল হয়েছে। একইভাবে নারী, শিশু নির্যাতনকারী এবং মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জনগণের ভালোবাসা ও আস্থাভাজন হোন। সংগঠনের সাধারণ সম্পাদক হোসনে আরা বেগমের স ালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনজুমান আরা চৌধুরী আনজী, সহ-সভাপতি বিলকিস কলিম উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর নিলু
নাগ, মালেকা চৌধুরী, সাংগঠনিক সম্পাদিকা খুরশিদা বেগম, দপ্তর সম্পাদক হাসিনা আক্তার টুনু, আইন বিষয়ক সম্পাদিকা এড. রোকসানা আক্তার, লায়লা আক্তার এটলী, ধর্ম বিষয়ক সম্পাদিকা আয়েশা আলম চৌধুরী, মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমীন ফারুক, শিল্প ও বাণিজ্য সম্পাদক হুরে আরা বিউটি, সদস্য ইসরাত জাহান চৌধুরী, ফাতেমা আক্তার, নাজমা মাওলা, আয়েশা সিদ্দিকী, ঝর্ণা বড়–য়া, আয়েশা আক্তার পান্না, অধ্যাপক শিরীণ আক্তার, সোনিয়া ইদ্রিস, হোসনে আরা পারু, নাসরিন আক্তার, উম্মে কুলসুম, বিলকিস আলম প্রমুখ।