লক্ষ্মীপুর প্রতিনিধি:রবিন হোসেন তাসকিন
এ ছাড়া জলবায়ুর পরিবর্তনে ক্ষতিকর প্রভাবে গাড়ি অন্যতম দায়ী। যানজট রোধে ব্যাক্তিগত ও যাত্রীবাহি গাড়ি চালকদের সচেতন হওয়ার এবং ট্রাফিক ও সড়ক নিরাপত্তা আইন মেনে চলার আহবান জানান। আজ বুধবার দুপুরে কারফ্রি সিটিস এলায়েন্স বাংলাদেশ কর্তৃক আয়োজিত ও অগ্রযাত্রা ফাউন্ডেশনের এর সহযোগীতায় লক্ষ্মীপুর শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় আয়োজিত
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।যানজটের কারনে নগর জীবন কখনো কখনো স্থবির হয়ে পড়ে। আমাদের গাড়ির গতি সাইকেলের গতি এবং কোন কোন ক্ষেত্রে হাঁটার গতির চেয়ে কম। যানজটের কারনে প্রতিদিন নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্ম ঘন্টা যার বাৎসরিক ক্ষতির পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা। এ ভাবে চলতে থাকলে ২০২৫ সাল নাগাদ যানবাহনের গড় গতি দাঁড়াবে ঘন্টা ৪ কি: মি:।