
নিউজ ডেস্ক
পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার খবর গুজব’ কোন নির্মাণকাজ প্রকল্পে মানুষের মাথা অথবা শিশুদের মাথা লাগবে এটা সম্পূর্ণ গুজব এই গুজবে কান না দেয়ার জন্য পরামর্শ দিয়েছেন পদ্মা সেতু প্রকল্প পরিচালক অনুরোধ জানিয়েছেন এ সমস্ত গুজবকে এড়িয়ে চলার জন্য পদ্মা সেতুর নির্মাণ কাজে মানুষের মাথা লাগবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি গুজবের ব্যাপারে দেশবাসীকে সর্তক করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় পদ্মা সেতুর প্রকল্প পরিচালকের পক্ষ থেকে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠিয়ে এ ধরনের গুজবে কান
না দিতে অনুরোধ করা হয়েছে। প্রকল্প পরিচালক আরো বলেন এ পর্যন্ত পদ্মা সেতুর কাজ একাত্তর পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে আর ২৯ শতাংশ কাজ বাকি আছে তা খুব শিগগিরই শেষ হয়ে যাবে এতে মানুষের মাথা এবং শিশুদের মাথা কোন প্রয়োজন নেই এ সমস্ত গুজব থেকে দেশবাসীকে সতর্ক থাকতে ও বলেন এ প্রকল্প পরিচালক গত বেশ কিছুদিন ধরেই বিভিন্ন
সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে বলা হচ্ছে, পদ্মা সেতুর নির্মাণকাজে ১ লাখ শিশুর মাথা প্রয়োজন। এ উদ্দেশ্যে বিভিন্ন জেলায় ৪২টি টিম শিশুদের অপহরণ করছে। বিষয়টি সেতু কর্তৃপক্ষের নজরে আসার পর বিভিন্ন গণমাধ্যমে তাদের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি কুচক্রিমহল এ গুজব ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচার আইনত দণ্ডনীয় অপরাধ। সেতু কর্তৃপক্ষ জানিয়েছেন, এখন পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৭১ ভাগ। কাজ শেষ হয়েছে