নিজস্ব প্রতিবেদক
পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে ফ্লাইওভারে দুর্ঘটনার শিকার হয় এতে দুটি মোটর সাইকেলে ৪ জন আরোহী ছিল ঘটনাস্থলে দুজন মারা যায় নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে দুইটি মোটরসাইকেল পাল্লা দিয়ে চালাতে গিয়ে দুর্ঘটনার ঘটে। এ সময় দূর্ঘটনায় নিহতদের মধ্যে মুন্না (২২) ও আব্বাস আলী (১৮) নামে দুইজন নিহত হয়। আহত হয় আরও দুইজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় মঙ্গলবার (২৩ জুলাই) রাত আনুমানিক ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মুন্না পাচঁলাইশ থানাধীন খতিবের হাট হাদুমাঝি পাড়ার মোঃ নেজাম উদ্দীনের ছেলে ও অপরজন আব্বাস আলী (১৮) দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের তালেব আলীর বাড়ির মুহাম্মদ হারুনের ছেলে।আহতরা হলেন পাচঁলাইশ থানাধীন বিবিরহাটের ভান্ডারী গলির নাছির সওদাগর বাড়ির মোঃ নাছেরের ছেলে রিফাত(২৫) ও হামজারবাগের আব্দুস সোবহানের ছেলে মোঃ রাব্বি (২০)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ফ্লাইওভারের মুরাদপুর অংশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছন দিক থেকে বেপোরোয়া গতিতে পাল্লা দিয়ে আসা দুটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এক পর্যায়ে একটি মোটর সাইকেল ট্রাকের নিচে ঢুকে পড়ে এবং অপরটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে দুরে ছিড়কে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মোঃ মুন্না (২২) ও আব্বাস আলী (১৮) এর মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানান, আব্বাস আলী হাদুমাঝি পাড়ায় বড়ভাইয়ের গাড়ির গ্যারেজের দোকানের মালামাল কিনতে রাত ৯টার দিকে কদমতলি যায়। মালামাল নিয়ে ফেরার সময় তার বন্ধু
মুন্নাকে নিয়ে ফেরার পথেই এই দূর্ঘটনা ঘটেছে।নিহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন নিহত মুন্নার মা বাবা ছেলে হারানোর শোকে কাঁদতে কাঁদতে পাগলপ্রায় মোটরসাইকেল দুর্ঘটনার পর পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায