
সাহেব পুকুর লেইন যুব কমিটি ১২নং সাহেব পুকুর লেইন কোরবানীগঞ্জ ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড’র উদ্যোগে বৃক্ষ রোপন দিবস ২০১৯ইং সংগঠনের আহ্বায়ক মোঃ জুবায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিভিন্ন ফলজ গাছ রোপন করে দিবসটির সফলতা কামনা করেন। প্রধান অতিথি ছিলেন চসিক প্যানেল মেয়র ও ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর
চৌধুরী হাসান মাহমুদ হাসনী। বিশেষ অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম ও পেয়ার মোহাম্মদ কমিশনার, উপদেষ্টা বখতিয়ার মিয়া, আকতার মিয়া, আমান উল্লাহ আমান, হাজী আবু তাহের, আবুল কালাম, মোঃ সোহেল, ইমতিয়াজ হিরো রেজোয়াল খান রনি, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ শাহজাহান, মোঃ হাসান, মোঃ ওমর, অমল সেন, সুমন ঘোষ, উত্তম, আশফাক, আজাদ, মুন্না,. মোঃ কাউছার, মোঃ ফারুক, মোঃ হোসেন, হায়দার আলী দিদার, ডালিম প্রমুখ।