সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু উলামা পরিষদ’র উদ্যোগে অদ্য ১৭ আগস্ট শনিবার বাদে আছর ওয়াইজর পাড়া আল আমিন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন জানে আলম সওদাগর, মোহাম্মদ সেকান্দর, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জসিম উদ্দিন, মোহাম্মদ টিপু সুলতান,
মোহাম্মদ হাসান আলী, আরাফাতুর রহমান, মোহাম্মদ আরমান হোসেন, মোহাম্মদ মিজানুল রহমান, মোহাম্মদ আইয়ুব আলী, আরেফ আলী সহ অত্র মসজিদের মুসলিগণ। মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু উলামা পরিষদ চট্টগ্রাম মহানগর’র সভাপতি আল আমিন জামে মসজিদে খতিব মাওলানা রবিউল আলম সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, ইতিহাসে বঙ্গবন্ধু হাজার
বছরের চিরঞ্জীব হয়ে থাকবেন। কারণ তিনি বাঙালিকে শৃঙ্খলমুক্ত স্বাধীনতা ও বাংলাদেশ দিয়েছেন। শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, এরাই বাঙালির স্বাধীনতা চাইনি। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। সকল অপশক্তির ষড়যন্ত্র নসাৎ করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ অবশ্যই বাস্তবায়ন হবে।