
ছাতক প্রতিনিধি:
ছাতকে তেলিহাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে দুটি পক্ষের মধ্যে এলাকায় চাঁপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। সমিতির দায়িত্বে থাকা এডহক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, খাগামুড়া গ্রামের শাহ মুজিবুর রহমান থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের পর থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।জানা যায়, উপজেলার দোলারবাজার ইউনিয়নের তেলিহাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি.(নিবন্ধন নং-১৬৩৮) ২১সেপ্টেম্বর নির্বাচন অনুষ্টিত হবে। এরইমধ্যে নির্বাচন সুষ্ট ও সুন্দর ভাবে অনুষ্টিত করার লক্ষ্যে উপজেলা সমবায় কার্যালয় থেকে সহকারি পরিদর্শক মো.কামাল
হোসেনকে সভাপতি করে ৩ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ওই নির্বাচনে অংশ গ্রহনকারি দুটি প্যানেলের আগ্রহী প্রার্থীরা ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। নির্বাচনে চুড়ান্ত ভোটার তালিকাও ˆতরি করা হয়েছে। সমিতির দায়িত্বে থাকা এডহক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহ মুজিবুর রহমানের অভিযোগ, সমিতির সদ্য সাবেক সভাপতি মিছবাহ উদ্দিন লিটন, ইউপি সদস্য জমির উদ্দিনসহ একটি পক্ষ নির্বাচন বানচাল করার জন্য বেপরোয়া হয়ে উঠেছে। ওই পক্ষের লোকজন সমিতির ভোটার তালিকা ও রেজিষ্টার খাতাসহ গুরুত্বপূর্ণ কাগজ-পত্র
না দেয়ায় তাকে প্রান নাশের হুমকি দিয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত সমিতির সদ্য সাবেক সভাপতি মিছবাহ উদ্দিন লিটনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে অভিযুক্ত ইউপি সদস্য জমির উদ্দিন বলেন, সমিতির ভারপ্রাপ্ত সভাপতির কাছে ভোটার তালিকা চাওয়া হয়েছে, কোন হুমকি দেয়া হয়নি। এ বিষয়ে জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ সূত্র ধর বলেন, সরজমিনে বিষয়টি তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।