বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ম্যানেজার প্রকৌশলী মো: বোরহান উদ্দিন বলেন, নিরাপদ রেলযাত্রা নিশ্চিত রাখতে ট্রাফিক বিভাগের কর্মকর্তা কর্মচারীরা সত ও ন্যায় নীতির সাথে দায়িত্ব পালন করছে বলে আজ সারাদেশে রেলসেবা সবার কাছে স্বাচ্ছন্দবোধ ও জনপ্রিয় করে তুলছে। অনেক সময় ট্রাফিক বিভাগের কর্মচারীরা ও স্টেশন মাস্টার ও কর্মকর্তা কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে পিছপা হননা। সরকারও রেলের উন্নয়নে ব্যাপক প্রদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। বর্তমানে ট্রাফিক বিভাগের নিয়ন্ত্রণে বিভিন্ন জায়গায় গেটম্যান নিয়োগ, গাডম্যানের রুমের
ব্যবস্থাকরণসহ নানা সমস্যাদি ও ন্যায যোক্তিক দাবীগুলো পর্যায়ক্রমে রেল প্রশাসনকে অবহিত করে দ্রুত সমস্যার সমাধান করা হবে। অদ্য ২৫ আগস্ট সকাল ১১টায় পাহাড়তলীস্থ বিভাগীয় ডিবিশনাল ম্যানেজারের কার্যালয়ে বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম বিভাগীয় নব গঠিত কমিটির সাথে মতবিনিময়কালে এ আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেলওয়ে বিভাগী পরিবহন কর্মকর্তা মো: নাছির উদ্দিন, বাণিজ্য কর্মকর্তা আনসার আলী, সংকেত প্রকৌশলী জাহেদ আরেফিন পাটোয়ারী তন্ময়, সাকের আহমেদ, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি
মো: শাহিদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম ভূঁইয়া, স্টেশন মাষ্টার কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি মুক্তিযোদ্ধা দিদার হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি মো: জাফরুল্লাহ মজুমদার, পয়েন্টম্যান এসোসিয়েশন কেন্দ্রীয় নেতা আব্দুর রহিম, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো: গোলাম কবির, সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম প্রমুখসহ নব কমিটির গঠিত ৩৫ সদস্য বিশিষ্টের নেতৃবৃন্দ।