৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও কৈবল্যধাম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জহুরুল আলম জসিম বলেন, আগামী ২০২০ সাল হতে এই স্কুলে প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু হবে। শিক্ষার মান-উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানেরো অবকাঠামো উন্নয়ন আব্যশক। প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সমাজের বিত্তশালী ও শিক্ষানুরাগী ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদেরকে মাদক, জঙ্গী ও অনৈতিক কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে। এক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন হতে হবে। কৈবল্যধাম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে
নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এআহ্বান জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক সুমনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমাজ সেবক মোঃ জসিম উদ্দিন, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য ইলিয়াস খান, যাচমা বেগম, জি ব্লক সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সাইদুর রহমান আরমান, সি ব্লক সমাজ উন্নয়ন কমিটির সভাপতি হাজী মোঃ এমরান হোসেন, সাধারন সম্পাদক শামীম আহমেদ সুমন, বি ব্লক সমাজ উন্নয়ন কমিটির সভাপতি মোঃ ইকবাল হোসেন, উত্তর পাহড়তলী ওয়ার্ড বি-
ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নয়ন, এ-ইউনিট আওয়ামী লীগের সভাপতি হেকিম খন্দকার মোঃ হোসেন, বিদ্যালয় শিক্ষক সালাউদ্দীন মজুমদার, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম আরিফ, মনির উদ্দীন, আলী আহমেদ, আছমা বেগম, মমতাজ বেগম, শাকিব খন্দকার প্রমুখ। অনুষ্ঠানে নির্মাণ কাজের সফলতা কামনা দোয়া মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক আলহাজ্ব মাওলানা আরিফ বিল্যাহ।