ছাতক প্রতিনিধি:
গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) মোঃ মহি উদ্দিন ২০১৯ সালের ৪৫তম সপ্তাহে শিক্ষক বাতায়নে ৮ নভেম্বর দেশ সেরা কনটেন্ট নির্মাতা নির্বাচিত হওয়ার ঘটনায় গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্দ্যোগে অফিস কক্ষে স্টাফ মিটিংয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গত বুধবার বিকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন.সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির ও সিনিয়র শিক্ষক গোলাম নবী রিপন. সিনিয়র শিক্ষক সুনীল কুমার চক্রবর্তী, সিনিয়র শিক্ষিকা শামীমা সুলতানা, সিনিয়র শিক্ষিকা হাফিজুন নেছা, সহকারী শিক্ষক জয়দুল ইসলাম, সহকারী শিক্ষিকা রুশনা বেগম, সহকারী শিক্ষক নূরুল ইসলাম, সহকারী
শিক্ষিকা মিনারা বেগম, সহকারী শিক্ষক মো. আফরোজ আলী, সহকারী শিক্ষক মিন্টু লাল চৌধুরী, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আবু খালেদ, সহকারী শিক্ষক দেবাশীষ কুমার সরকার, সহকারী শিক্ষক মো. জয়নাল আবেদীন, সহকারী শিক্ষক মো. সুলাইমান আলী, সহকারী শিক্ষক মো. ফজলুর রহমান, সহকারী শিক্ষক বিদ্যুৎ কুমার সামন্ত, সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক মো. ফজর উদ্দিন, সহকারী শিক্ষক সাঈদ আনোয়ার, সহকারী শিক্ষিকা ঝুমা দত্ত, সহকারী শিক্ষক সজীব দেব, সহকারী শিক্ষক জ্যোর্তিময় তালুকদার, সহকারী শিক্ষক
শাহীন আহমদ, সহকারী শিক্ষক আশফাক আহমদ, সহকারী শিক্ষিকা সম্পা দেব নাথ, সহকারী শিক্ষিকা তানিয়া বেগম, সহকারী শিক্ষিকা মৌলি পাল সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক মণ্ডলী, ছাত্র / ছাত্রী ও অভিভাবকদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বক্তারা বলেন এর পূর্বে তিনি ICT4E জেলা এম্বাসেডর নির্বাচিত হন ২৪’শে অক্টোবর ২০১৯। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চরগাওঁ গ্রামের অধিবাসী বর্তমানে গোবিন্দগঞ্জে বসবাস করেন। তারা তার কর্মক্ষেত্রে সফলতার নানা স্বাক্ষর রেখে চলেছে। তার এ অভূতপূর্ব সাফল্যে সহকর্মীসহ , বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক বৃন্দ, শুভাকাঙ্ক্ষী সবাই অত্যন্ত খুশি হয়েছেন। এছাড়া, সুনামগঞ্জ জেলা সেরা কনটেন্ট নির্মাতা, ICT4E জেলা এম্বাসেডর গ্রুপ
ও আইসিটি প্রেমি শিক্ষক বৃন্দের পক্ষ থেকেও তাকে বিভিন্ন শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। উল্লেখ্য যে, মহি উদ্দিন সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় আয়োজিত ইন হাউজ ও রিফ্রেসার প্রশিক্ষণ নিয়মিত একজন উপস্থিত হয়ে অনুষ্টান গুলো পরিচালনা করে যাচ্ছেন।তার এ অর্জনে ভবিষ্যতে আইসিটিতে আরো দক্ষতার ভুমিকা রাখবে। এগিয়ে যাবে ছাতকসহ
সুনামগঞ্জ। অর্জন সহ সবাইকে সহযোগিতা করার প্রয়াস ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার -২০২১ সালের ভিশন বাস্তবায়নে কাজ করার দৃঢ়প্রত্যয় প্রকাশ করেন।##