চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, গ্রীন ও ক্লিন সিটি রূপকার, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু জাহেদ মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন নগরবাসী উন্নয়ন কর্মকান্ডে আন্তরিক সহযোগিতা করেছে বলেই দায়িত্ব গ্রহণের প্রায় সাড়ে ৪ বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন হয়েছে এবং আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। নগরবাসীর উন্নয়ন কাজে যত সহযোগিতা করবে তার চেয়ে বেশি উন্নয়ন সুবিধা ভোগ করবে। আর এসব উন্নয়ন দেখতে হলে মনের চোখ দিয়ে দেখতে হবে। বিশেষ করে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডেও প্রায় ১০০
কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। আরও প্রায় ৪০ কোটি টাকার কাজ চলমান রয়েছে। পাহাড়তলী ওয়ার্ডের উন্নয়নের জন্য বার বার নির্বাচিত জননন্দিত কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হোসেন হীরনের অবদান ও আন্তরিক সহযোগিতা এলাকাবাসী শ্রদ্ধার সাথে মনে রাখবে। জালালাবাদ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির স্থায়ী কার্যালয়ের দ্বার উদঘাটন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। গত ২৬ নভেম্বর রাত ৯টায় সংগঠনের সভাপতি মো: শফিউল আলমের সভাপতিত্বে ও সম্পাদক শামসুল হকের স ালনায় অনুষ্ঠানে সংবর্ধিত
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ হোসেন হিরন। এতে আরো বক্তব্য রাখেন ৯, ১০ ও ১৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, সাবেক প্যানেল মেয়র ও সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী, সোলেইমান এফসিএ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আলা বক্স, এড. ফকরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নাদিরা সুলতানা হেলন, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন,
সাংগঠনিক সম্পাদক মো: আনোয়ার হোসেন বাবু, কৃষি ও সমবায় সম্পাদক হায়দার হোসেন বাদল, দপ্তর সম্পাদক এবিএম একরামুল হক, জালালাবাদ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড এর সহ-সভাপতি শামসুল আলম, অর্থ সম্পাদক ইসকান্দর মির্জা, সদস্য শামসুল হক, জাহাঙ্গীর আলম দুলাল, আহমেদ হেলাল, এস.এম মাসুদুর রহমান, ম্যানেজার গোফরান চৌধুরী, সহকারী ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন, হিসাব রক্ষক দিদারুল আলম চৌধুরী, মো: খুরশিদ আলম, খুলশী থানা যুবলীগ নেতা মো: জসিম উদ্দিন, প্রজন্ম একাত্তরের বেলাল হোসেন মনা, ওয়ার্ড
যুবলীগ নেতা মো: শামসুদ্দিন, মো: জামশেদ আলম, বোরহান, মো: আকবর আলী, ওহিদুল ইসলাম রুবেল, ছাত্রলীগ নেতা সিদরাতুল রাহি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ৫২’র ভাষা শহীদ, ৭১’র মুক্তিযুদ্ধে শহীদ, ১৫ আগস্টে নিহত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশ ও জাতির কল্যাণে সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল বাছেত। অনুষ্ঠানে নগরের উন্নয়নের রূপকার সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিনকে ও ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হোসেন হিরনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সমাজকল্যাণ পরিষদের নেতৃবৃন্দসহ রাজনৈতিক দলের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।