সরিষাবাড়ী প্রতিনিধি
সরিষাবাড়ী উপজেলায় ঐতিহ্যবাহী ঘোড়ার মোড়ের পূর্ব পার্শ্বে শশারবল গ্রামে ১৭/১২/২০১৯ ইং রোজ মঙ্গলবার বেলা ২:০০ ঘটিকায় এক বিরাট ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।উক্ত ঘোড়া দৌড় প্রতিযোগিতায় সভাপতিঃ মোঃ বেলাল হোসেন(বীরমুক্তিযোদ্ধা) অনুপস্থিতিতে সাভাপতিত্ব করেন হাবিবুর রহমান (হবি)।প্রধান অতিথি হিসাবে ছিলেন আসাদুজ্জামান রাজু,মাস্টার বাংলাদেশ রেলওয়ে -তারাকান্দি।বিশেষ অতিথি ছিলেন মোঃ শরাফত আলী(মেম্বার ৭নং ডোয়াইল ইউনিয়ন), মোঃ ওসমান গনি(বিশিষ্ট্য ব্যবসায়ী),মোঃ ইকবাল হাসান (লতিফ)
সাবেক সাধারন সম্পাদক ২নং পোগলদিঘা ইউনিয়ন। উপস্থাপনায় ছিলেন মাহাবুর রহমান এবং পরিচালনায় ছিলেন মোঃ লালচান, মোতালেব, রানা, মাছুদ ও লুৎফর রহমান (টুকু ডাক্তার)।উক্ত ঘোড়া দৌড় মাঠে বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৩০থেকে ৩৫ টি ঘোড়ার উপস্থিতি লক্ষ করা যায়। উক্ত খেলায় কদম ২ এবং দাপট ৪ করে ফাইনাল রাউন্ডের খেলা হয় উক্ত খেলার শেষে সকলকে শান্তনা মুলক উপহার দেওয়া হয়।