১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। প্রতি বছরের ন্যায় এ বছরও বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সারাদেশ ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করে। চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ভোরে চট্টগ্রাম রাইফেল ক্লাবের সামনে থেকে এক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শেষ হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বিভাগীয় ব্যবস্থাপক নৃপতি রঞ্জন, মোসলেম উদ্দিন, আব্দুস ছত্তার, মাহবুবুর রহমান, সুজিত কু-, এলাকার ব্যবস্থাপক আনোয়ারুজ্জামান,
¯হজয় চৌধুরী, মো: ওয়াসিমুন নেওয়াজ, রাখাল চন্দ্র সরকার, মো: শামিম, শিল্পী রানী দাশ, নাজিফা আক্তার, শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, শহীদ আলী, আবদুল মান্নান সিকদার, শাহ আলমসহ চট্টগ্রাম মহানগরের সকল অফিসের এলাকা ব্যবস্থাক, শাখা ব্যবস্থাপক ও সর্বস্তরের কর্মীবৃন্দ। এছাড়া প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের নেতৃত্বে সাভারে কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। এতে উপস্থিত ছিলেন-পরিচালক সিরাজুল হক, আব্দুল হাকিম, কামরুল হাসান কামাল, শেখ সাহিদ হোসেন, উপ-পরিচালক আনোয়ারুল ফারুক, ফারুকুল
ইসলাম, সহকারী পরিচালক শাহাদাত হোসেন, অজয় মিত্র শঙ্কুসহ কেন্দ্রীয় অফিসের পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক ও সর্বস্তরের কর্মীবৃন্দ। এছাড়া রাঙ্গামাটি, কাপ্তাই, খাগড়াছড়ি, ফটিকছড়ি, ভুজপুর, মাটিরাঙ্গা, সাতকানিয়া, চকরিয়া, বাঁশখালী, সীতাকু-, নাটোর, পাবনা, গোপালগঞ্জ, কোম্পানীগঞ্জ, ফেনীসহ সারা বাংলাদেশে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।