ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার সেওতরপাড়া দারুসসুন্নাহ ইসলামী যুব সংঘের এলাকার মুর্দেগান ও আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহ.এর ঈসালে সাওয়াব উপলক্ষে ২৬তম ঐতিহাসিক শানে মোস্তফা সা. মহা সম্মেলন আগামি ২৭ ও ২৮ ডিসেম্বর রোজ শুক্র ও শনিবার নূতন বাজার (ধারণ) সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। এতে দেশ্য বরেণ্য উলামায়ে কেরামদের মধ্যে সংযুক্ত আরব
আমিরাতের সাবেক বিচারপতি শায়খুল হাদিস আল্লামা হবিবুর রহমান, আল্লামা মুফতি গিয়াস উদ্দীন চৌধুরী ফুলতলী, আরবী বিশ্ববিদ্যালয় ঢাকার সিন্ডিকেট সদস্য আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, মাও. নেছার আহমদ চাঁদপুরী ,বুরাইয়া কামিল (এম,এ) মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাও. সিরাজুল ইসলাম ফারুক্বী,মাও.আবু হানিফ আনোয়ারী চাঁদপুর, মাও.মুনির উদ্দীন সৎপুর, মাও.খন্দকার রুহুল আমিন নেত্রকোনা, মাওলানা আব্দুল আহাদ জিহাদী সহ দেশবরণ্য উলামা মাশায়েখ উপস্থিত থাকবেন