নিজস্ব প্রতিবেদক >> অজানা বাংলাদেশ
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডমারা ইউনিয়নের আলোচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লিয়াকত আলী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আজ রোববার সন্ধ্যা ৭টা ৩০মিনিটের সময় জামিনে মুক্ত লাভ করেন।
জামিনে মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী পৌরসভা ছাত্রদল নেতা জিয়াউল হাসান হোসাইনী।
বর্তমানে মোঃ লেয়াকত আলী চেয়ারম্যানের নামে ২৯টি মিথ্যা মামলা রয়েছে বলে জানা যায় ,তার মধ্যে অন্যতম একটি মামলা হল ২০১৬
সালের দায়ের করা অস্ত্র মামলা,ঐ মামলাটা ছিল সম্পুর্ণ সাজানো পরিকল্পিত একটি মিথ্যা মামলা,তিনি ঐ মামলায় বিগত ১বছরের বেশি সময় ধরে জামিন আছেন,
উল্লেখ্য তিনি মাঝখানে ব্যাবসার কাজে ব্যাস্ত থাকায় ৩বার মামলার হাজিরা দিতে পারেনাই,মামলায় বেশ কয়েকবার হাজিরায় উপস্থিত হতে না পারায় চট্টগ্রামের জর্জ কোর্টের সম্মানিত বিচারপতি গত ৪ই মার্চ (বুধবার)জামিন আদেশ বাতিল করে লেয়াকত আলী চেয়ারম্যান কে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।