আরিফুল ইসলাম সুমন, নিজস্ব প্রতিবেদক।। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনটি আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনাকে উপহার দেওয়ার লক্ষ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশী সরাইল উপজেলা আওয়ামীলীগের প্রথম যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ) দলীয় মনোনয়নের দাবিতে মোটর সাইকেল, মাইক্রোবাস, পিক আপ ভ্যান সহ নানা প্রকার যানবাহন নিয়ে এক বিশাল নিবাচনী শোডাউন করেছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ নেত্রী শিউলী আজাদের নেতৃত্বে এ শোডাউন করেন নেতা-কর্মী ও সমর্থকরা। শতাধিক মোটর সাইকেল সহ অন্তত আড়াই শতাধিক যানবাহনে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণের বিশাল এ নিবাচনী শোডাউনটি ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বিশ্বরোড মোড় এলাকায় লালশালুক হোটেল প্রাঙ্গন থেকে শুরু করে সংসদীয় নির্বাচনী আসনের সরাইল ও আশুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এসময় মনোনয়ন প্রত্যাশী শিউলী আজাদ সরাইল উপজেলার
শাহবাজপুর, কালিকচ্ছ, বিশ্বরোড মোড় এবং আশুগঞ্জ উপজেলার গোলচত্বর এলাকায় সংক্ষিপ্ত পথ সভা করেন। এসব পথ সভায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শিউলী আজাদ বলেন, বর্তমান সরকার উন্নয়নের রোল মডেল। এটা আজ সারাবিশ্বে স্বীকৃত। তিনি নারীদের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, এই সরকার নারী বান্ধব সরকার। নারীদের উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভুতপুর্ব সাফল্য অর্জন করেছেন এবং নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। আজ নারীরা দেশে স্বাধীনভাবে কাজ করে সংসার গোছানোর পাশাপাশি দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে তারা কাধে কাধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন। এজন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞা জ্ঞাপন করেন। বর্তমান উন্নয়নের ধাবাহিকতা ধরে রাখতে আবারো আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে সকল নেতাকমীকে একসাথে কাজ
করার আহবান জানান। ব্রাহ্মনবাড়িয়া-২ আসনের আপামর জনগণ আমার সাথে আছে বলে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামীলীগের মনোনয়ন পেলে আশুগঞ্জ-সরাইল উপজেলার সর্বস্তরের জনগণের ভালবাসা ও দোয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি শেখ হাসিনাকে উপহার দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় তার সাথে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া, আওয়ামীলীগ নেতা মোখলেছুর রহমান, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক হাজী মোঃ ইনু মিয়া, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আজাদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মোছাম্মৎ আনারকলি, সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলার নোয়াগাও ইউনিয়নের চেয়ারম্যান মো.কাজল চৌধুরী, আওয়ামীলীগ নেতা আবু তালেব, এডভোকেট শফিকুর রহমান, শ্রমিকলীগ নেতা আবুল কালাম আজাদ, শ্রমিকলীগ নেতা মীর মনির প্রমুখ।