
পীরে ত্বরিকত আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল-কাদেরীর ইন্তেকাল
আজিজিয়া কাজেমী কমপ্লেক্স (ট্রাস্ট) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, গাজ্জালিয়ে জ্জামান আল্লামা আহমদ সাঈদ কাজেমী (রহ.)’র বাংলাদেশের একমাত্র খলিফা। ছিপাতলী জামেয়া গাউছিয়া আলীয়া মাদ্রাসা ও হাটহাজারী আনোয়ারুল
উলুম নোমানীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা সহ অসংখ্য সুন্নী মারকাজের প্রতিষ্ঠাতা, হাজার হাজার আলেমে দ্বীনের ওস্তাদ, অগণিত কিতাবের লেখক ও গবেষক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবের পীরে ত্বরীকত আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল-কাদেরী আস-সাঈদী (৮৩) গত ৩১ মার্চ রবিবার সকাল ৮ঘটিকার সময় নগরীর পার্ক ভিউ
হসপিটালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …………রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে-৪ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয় স্বজন, ভক্ত-মুরীদসহ হাজার হাজার শিক্ষার্থী রেখে যান। মরহুমের নামাযের জানাযা ১ এপ্রিল সোমবার বাদে আসর হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া বহুমুখী কামিল (এম.এ) মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে।
এ প্রবীন আলেমেদ্বীনের ইন্তোকালে শোক প্রকাশ করেন ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী, শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিউর রহমান আলকাদেরী, ছিপাতলী জামেয়া গাউসিয়া মূঈনীয়া বহুমুখী কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ
আজিজি কাজেমী কমপ্লেক্স ট্রাষ্ট বাংলাদেশের মহাসচিব শাহাজাদা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, আল্লামা দোস্ত মোহাম্মদ (রহ.) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল মোনাওয়ার, মহাসচিব সৈয়দ মুহাম্মদ জুননুরাইন, আনঞ্জুমানে কাদেরী চিশ্তীয়া আজিজিয়া বাংলাদেশের মহাপরিচালক শাহাজাদা আবুল ফছিহ মুহাম্মদ আলা
উদ্দিন, আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রা.) দরবার শরীফের শাজ্জাদানশীন শাহাজাদা আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইয়াছিন, সুন্নী জগৎ পত্রিকার সম্পাদক মাওলানা রেজাউল করিম তালুকদার, নির্বাহী সম্পাদক আলমগীর ইসলাম
বঈদী, ওয়াছিয়া আহমদীয়া মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ, আনঞ্জুমানে কাদেরী চিশ্তীয়া আজিজিয়া বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সভাপতি মুহাম্মদ ওয়াসিম আকরাম, সাধারণ সম্পাদক হাসান মুরাদ গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।