
পেশওয়ায়ে আহলে সুন্নাত আল্লামা আজিজুল হক আল কাদেরী (রহ:)’র ত্যাগ, কুরবানী সুন্নীয়তের ময়দানকে মজবুত করার লক্ষে অসংখ্য কিতাব এবং অগ্রনীত ছাত্র সৃষ্টি করে যে খেদমত করেছেন তা কোনদিন ভুলার মত নয়। তিনি ছিলেন জামানার অলি যা ইন্তেকালের পূর্বে উনার কবরস্থান নির্ধারণ করেছেন গাউছিয়া মাদ্রাসায়, দায়রাএ গাউছিয়া মুহাম্মদীয়া বলে আখ্যায়িত করেছেন। তিনি সামাজিক উন্নয়ন, তরীকত ও আধ্যাত্মিক চর্চার ব্যবস্থা ও ইন্তেকালের আগপর্যন্ত কলম বন্ধ করেননি যা হুজুর কেবলার ক্বেরামত। সুস্থ-অসুস্থ সব সময় তিনি কিতাব লেখে
গেছেন। বিরল দৃষ্টান্তের এই মহান আলেমেদ্বীন যুগশ্রেষ্ঠ ইসলামী গবেষক ও সুন্নীয়তের অভিস্মরণীয় অভিভাবক। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা প্রতিষ্ঠায় তিনি মাঠে ময়দানে অগ্রণী ভূমিকা পালন করেছেন। অদ্য ২ জুন রবিবার চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা আন্জুমানে কাদেরীয়া ভবনে শাহ আমানত তাহফিজুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া কেন্দ্রীয় পরিষদ বাংলাদেশের ব্যবস্থাপনায় গাজ্জালিয়ে জামান, সাইখুল মাশায়েখ, আল্লামা সৈয়দ আহমদ সাইদ আল কাজেমী (রহ:) ও পেশওয়ায়ে আহলে সুন্নাত পীরে ত্বরিকত আল্লামা
আজিজুল হক আল কাদেরী (রহ:)’র ফাতেয়া উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পরিষদের চেয়ারম্যান শাহাজাদা অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ফয়জুল বারী ফাজিল ডিগ্রী মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা ড. মোহাম্মদ খলিলুর রহমান, শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসার প্রধান মোহাদ্দেস আল্লামা শহীদুল হক হোসাইনী, আল্লামা কামাল উদ্দিন, আল্লামা মোহাম্মদ লোকমান, আল্লামা মঈনুদ্দিন খান মামুন কাদেরী, হাজী জয়নাল সওদাগর, মো: হারুন রশিদ, আবু মো: আরিফ, জসিম উদ্দিন, নুরুল মোস্তফা প্রমুখ।